প্রধান শিক্ষকের বাণী

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, সেভাবেই এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। তারই ধারাবাহিকতার অংশ আমাদের চাপোড় পার্ব্বতীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। যোগ্যতাভিত্তিক শিক্ষা ব্যবস্থায় এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এখানে সাধারণ মানের শিক্ষার্থীরা ভর্তি হয়ে অসাধারণ ফলাফল ও জীবন বিকাশে নিজেকে প্রতিষ্ঠিত করে।

মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প, সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে শুরু থেকেই এই প্রতিষ্ঠান তার অব্যাহত অগ্রযাত্রা চলমান রেখেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয়, সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখছে। সংস্কৃতির ক্ষেত্রে একটি রুচিশীল সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থধারার সংস্কৃতির চর্চা ও বিকাশ একটা জাতির জন্য খুবই প্রয়োজন। এ প্রতিষ্ঠানের গুণী শিক্ষকমণ্ডলী অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবীয় গুণাবলি অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন।

আধুনিক ও যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার মোতাবেক স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করা হচ্ছে। আমার বিশ্বাস অতি শীঘ্রই এই প্রতিষ্ঠান এই অঞ্চলের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। এজন্য শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের সহযোগিতা চাই, চাই একটি সুন্দর পরিবেশ।

আমি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

প্রধান শিক্ষক

চাপোড় পার্ব্বতীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

রানীশংকৈল, ঠাকুরগাঁও।